আর্সেনালের জয়ে টেবিলের শীর্ষে ফের উত্তাপ, পিছিয়ে সিটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:২০, ২৭ অক্টোবর ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ লড়াইয়ে নতুন মোড়। তিন ম্যাচে জয় ধরে রাখা ম্যানচেস্টার সিটি এবার থেমে গেল অ্যাস্টন ভিলার মাঠে। বিপরীতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলের কঠিন লড়াইয়ে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরে এসেছে আর্সেনাল।
৯ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে গানারদের সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে বোর্নমাউথ। ১৭ পয়েন্টে তিনে সান্দারল্যান্ড, আর টানা তৃতীয় হার নিয়ে ১৬ পয়েন্টে চতুর্থ স্থানে নেমে গেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
এমিরেটস স্টেডিয়ামে রবিবার রাতে লড়াইটা ছিল ধৈর্য ও নিখুঁত মুহূর্তের। ৩৯তম মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক শটে গোল করেন এবেরেচি এজে, যা ম্যাচের একমাত্র গোল হিসেবেই জয় এনে দেয় আর্সেনালকে।
পুরো ম্যাচে বলের দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও বড় ব্যবধানে জয় পেতে ব্যর্থ হয় মিকেল আর্তেতার শিষ্যরা। তবুও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভাসছে দলটি।
অ্যাস্টন ভিলার মাঠে রোববারই ঘটেছে আরেক চমক। ১৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ম্যাটি ক্যাশ। গোলটি ধরে রাখতেই সিটির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় ভিলা।
এই নিয়ে ভিলার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে সিটি—যা গার্দিওলার দলের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে।
পয়েন্ট টেবিলের চিত্র
দল ম্যাচ জয় ড্র পয়েন্ট অবস্থান
আর্সেনাল ৯ ৭ ১ ২২ ১ম
বোর্নমাউথ ৯ ৬ ০ ১৮ ২য়
সান্দারল্যান্ড ৯ ৫ ২ ১৭ ৩য়
ম্যান সিটি ৯ ৫ ১ ১৬ ৪র্থ
