বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪১, ২৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৯১৭ জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের ২৮ জুন লিখিত বার কাউন্সিলের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ এপ্রিল অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হন ১৩ হাজার ৫২৮ প্রার্থী।
বার কাউন্সিল পরীক্ষা হলো বাংলাদেশে আইনজীবী হিসেবে পেশাগত যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত একটি তালিকাভুক্তি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে একজন প্রার্থী আইনজীবী হিসেবে কাজ করার অনুমোদন পান।
