সাংবাদিক নেতারা সেরের দরে বিক্রি করেন: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১২, ২৬ অক্টোবর ২০২৫
সাংবাদিকদের বেতনের ব্যাপারে সাংবাদিক ইউনিয়ন নেতাদের অসহযোগিতার অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, “সাংবাদিকরা যেন ডিসেন্ট বেতন পান, সেজন্য তথ্য উপদেষ্টা বলে আসছেন। বেতনের সমস্যার কারণে আমরা ইউনিয়ন লিডারদের কাছে যাই। তারা আমাদের সেরের দরে বিক্রি করেন। গুলশান বনানীতে নিজেদের বাড়ির মালিকানা পায়।”
রবিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রধান অতিথি ছিলেন।
এসময় প্রেস সচিব আরও বলেন, “ব্যঙের ছাতার মতো শত শত নিউজ পোর্টাল রয়েছে। যারা অন্যের আর্টিকেল চুরি করে। এদের বিরুদ্ধে কিছু করলে বলে যে গণমাধ্যমে হস্তক্ষেপ। সরকার ইথিকাল জার্নালিজম দেখতে চায়। কেউ যেন কপি না করে। ভালো জার্নালিজমে যারা বিনিয়োগ করে, সেটা প্রটেক্ট করা সরকারের দায়িত্ব।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
