সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

আফগান সীমান্তে ২৫ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:১০, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৫৫, ২৬ অক্টোবর ২০২৫

আফগান সীমান্তে ২৫ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তান সীমান্তে একাধিক অভিযানে আত্মঘাতী বোমারুসহ অন্তত ২৫ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তারা বলছে, আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চলাকালে এ ঘটনাগুলো ঘটে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম ও কুররম জেলার ঘাকি এলাকায়।

পাকিস্তান সশস্ত্র বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ২৪ ও ২৫ অক্টোবর আফগান সীমান্ত হয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করে দুটি বড় সন্ত্রাসী দল। নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি আগেই শনাক্ত করে এবং নিখুঁত ও দক্ষ অভিযানে প্রতিহত করে। স্পিনওয়াম এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে ভারত-সমর্থিত গোষ্ঠীর ১৫ সদস্য নিহত হয়, যাদের মধ্যে চারজন আত্মঘাতী বোমারু ছিল।

একই সময়ে কুররম জেলার ঘাকি এলাকায় ১০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্যও প্রাণ হারান। তারা হলেন হাবিলদার মনজুর হুসাইন (৩৫), সৈনিক নওমান ইলিয়াস কিয়ানী (২৩), সৈনিক মুহাম্মদ আদিল (২৪), সৈনিক শাহজাহান (২৫) এবং সৈনিক আলী আসগর (২৫)। আইএসপিআর তাদের বীরোচিত আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।

আইএসপিআর আরও জানায়, এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা এমন সময়ে ঘটছে, যখন তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদল শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। এতে আফগান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, যারা দোহা চুক্তির আওতায় পাকিস্তানবিরোধী সন্ত্রাস দমনে অঙ্গীকার করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আফগান সরকারের দায়িত্ব হচ্ছে সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করা এবং তাদের ভূখণ্ডকে পাকিস্তানবিরোধী ‘খাওয়ারিজ’ গোষ্ঠীর আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে না দেওয়া।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ রক্ষায় অটল থাকবে এবং এ ধরনের আত্মত্যাগ তাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে জানিয়েছে আইএসপিআর।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। অধিকাংশ হামলার লক্ষ্য হচ্ছে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক সদস্যরা।

সূত্র: ডন

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’