রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

থাইল্যান্ড–কম্বোডিয়া শান্তিচুক্তি স্বাক্ষর

আমি জাতিসংঘের চেয়ে ভালো : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৪৬, ২৬ অক্টোবর ২০২৫

আমি জাতিসংঘের চেয়ে ভালো : ট্রাম্প

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রবিবার অনুষ্ঠিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে থাইল্যান্ড ও কম্বোডিয়া দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা অবসানে একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি সম্পন্ন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে, যিনি অনুষ্ঠানে নিজেকে “শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের চেয়েও কার্যকর” বলে দাবি করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটিকে ট্রাম্প “ঐতিহাসিক ও শান্তির নতুন দিগন্ত” হিসেবে বর্ণনা করেছেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে জুলাই মাসে সংঘর্ষে প্রাণহানির পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট তাদের দুই নেতার সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছিলেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন,“কোনো বিরোধ যতই কঠিন হোক না কেন, তা শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা সম্ভব। এই চুক্তি মিলিয়ন জীবন বাঁচাতে পারে।”
তিনি আরও জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতা ও নেতৃত্বে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের মধ্যে এই চুক্তি সফলভাবে সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষরের পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন,“প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টা ছাড়া এই শান্তি সম্ভব হতো না।”

অন্যদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘোষণা দেন,“অস্ত্র অপসারণ ও যুদ্ধবন্দীদের মুক্তির প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে। এই ঘোষণা স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে কাজ করবে।”

“কুয়ালালামপুর শান্তিচুক্তি” না “যৌথ ঘোষণাপত্র”?

বিবিসি জানিয়েছে, ট্রাম্প চুক্তিটিকে “কুয়ালালামপুর শান্তিচুক্তি” হিসেবে আখ্যা দিয়েছেন। তবে থাইল্যান্ডের সরকারি প্রেস ব্রিফিংয়ে একে “থাইল্যান্ড–কম্বোডিয়া সম্পর্কের যৌথ ঘোষণাপত্র” বলা হয়েছে, “শান্তিচুক্তি” নয়।

এ বিষয়ে বিশ্লেষকদের মন্তব্য— নাম যাই হোক, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র আবারও “শান্তির মধ্যস্থতাকারী” ভূমিকায় ফিরে এসেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
মেট্রোরেলের উত্তরা–আগারগাঁও অংশ চালু মতিঝিল পর্যন্ত আরও সময় লাগবে
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’