রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

রুদ্ধশ্বাস ম্যাচে লড়েও ওমানের কাছে হার বসুন্ধরা কিংসের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:২৮, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:২৮, ২৬ অক্টোবর ২০২৫

রুদ্ধশ্বাস ম্যাচে লড়েও ওমানের কাছে হার বসুন্ধরা কিংসের

এএফসি চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত সূচনা করার আশায় মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। কিন্তু গোলসমৃদ্ধ রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষ পর্যন্ত ওমানের ক্লাব আল সিবের কাছে ৩-২ গোলে হেরে প্রথম ম্যাচ থেকেই পয়েন্টবঞ্চিত হতে হয়েছে বাংলাদেশের শীর্ষ ক্লাবটিকে। শনিবার (২৫ অক্টোবর) কুয়েতে অনুষ্ঠিত ম্যাচে রাকিব হোসেনের চোখধাঁধানো গোলও রক্ষা করতে পারেনি মারিও গোমেজের দলকে।
ম্যাচের শুরুতেই গোলের সুবর্ণ সুযোগ তৈরি করে কিংস। কিক-অফের মাত্র দ্বিতীয় মিনিটে সানডে চিজোবা’র দারুণ কাটব্যাক থেকে দোরিয়েলতন গোমেজের শট গোলমুখে প্রতিহত করেন আল সিবের গোলরক্ষক। কিন্তু অষ্টম মিনিটেই বিপরীতে ধাক্কা খায় কিংস। ওমানি ফরোয়ার্ড নাসের আল রাওয়াহি বক্সে পাওয়া লং বল বুক থেকে নামিয়ে শ্রাবণকে কাটিয়ে জালে পাঠান নির্ভুল টোকার মাধ্যমে।
প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতির ঠিক তিন মিনিট আগে সমতায় ফেরে কিংস। দলের প্রথম কর্নারটি প্রতিপক্ষের রক্ষণে বাধা পেয়ে ফিরে আসে। ফিরতি বলে সাদ উদ্দিনের মাটিকামড়া শট পোস্টে লেগে ফেরত এলে ব্রাজিলিয়ান রাফায়েল আগোস্তো আলতো টোকার মাধ্যমে বল জালে জড়ান—স্কোরলাইন ১-১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে রাকিব হোসেনের দারুণ মুহূর্ত। মাঝমাঠ থেকে দোরিয়েলতনের পাস কন্ট্রোল করে আল সিবের মিডফিল্ডার বালুসিকে কাটিয়ে রাকিব ডান দিক থেকে বক্সের বাইরে থেকে বা পায়ের আড়াআড়ি শটে বল পাঠান দূরের পোস্টে। তার এই নিখুঁত শটে গোলরক্ষক আল রাওয়াহি কেবল দেখেই গেছেন।
তবে লিড বেশিক্ষণ টেকেনি। ৬০ মিনিটে জাহির আল আগবারির গোলে আবার সমতায় ফিরে আল সিব। এরপর ৭০ মিনিটে কোচ মারিও গোমেজ বদলি হিসেবে মাঠে নামান ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানাকে। কিন্তু তাতেও ফেরানো যায়নি ম্যাচের ভাগ্য। ৭৭ মিনিটে আব্দুল আজিজ মুকবালি এক দুরন্ত ভলিতে কিংসের জালে বল পাঠান, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ওমানের ক্লাবটির জন্য।
রুদ্ধশ্বাস এই ম্যাচে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা আক্রমণাত্মক মনোভাব দেখালেও রক্ষণভাগের দুর্বলতা ও শেষ মুহূর্তে মনোযোগ হারানোর খেসারত দিতে হয়েছে তাদের।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’