সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

নির্বাচন ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: সাকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৭, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৫৬, ২৬ অক্টোবর ২০২৫

নির্বাচন ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: সাকি

দেশের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া আগামী সংসদ নির্বাচন ছাড়া সম্পন্ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, “বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে। একটি সংসদ, একটি সংবিধান কিংবা জনপ্রতিনিধির মধ্য দিয়েই যেকোনো কিছুর বৈধতা দেওয়া হয়। কাজেই আগামী সংসদ নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারব না।”

রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাকি বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে মৌলিক সংস্কারের সনদ তৈরি হয়েছে, সেই সনদের ওপর ভিত্তি করে গণভোটের মাধ্যমে ক্ষমতা আগামী সংসদের কাছে অর্পণের ব্যাপারে আমরা একমত হয়েছি। এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে বাংলাদেশে সত্যি সত্যি একটি নতুন রাজনৈতিক যাত্রা শুরু হবে। কিন্তু নির্বাচনকে কোনোভাবে প্রলম্বিত বা বাধাগ্রস্ত করলে সেটি আমাদের কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না।”

গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, “এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন— এই তিনটি প্রক্রিয়াকে সফলভাবে সম্পন্ন করা। নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না।”

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ছাত্রসমাজ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, “ছাত্রসমাজের এই গ্রহণযোগ্যতাই প্রমাণ করে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ সমাজের ভেতর থেকেই উঠেছে। এটা কোনো একক ব্যক্তির চিন্তা নয়—বরং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফসল।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’