কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩৮, ২৬ অক্টোবর ২০২৫
হোয়াইট হাউজে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের পর নতুন করে কানাডার ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে তিনি কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট দিয়ে এই সিদ্ধান্ত জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কানাডার অন্টারিও প্রদেশ সম্প্রতি এক শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচার করে, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ১৯৮৭ সালের এক বাণিজ্যবিষয়ক ভাষণের অংশ ব্যবহার করা হয়। সেই ভাষণে রিগ্যান বলেছিলেন—“শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে।”
এই বিজ্ঞাপনটি প্রচারিত হয় মেজর লিগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজের সম্প্রচারের সময়, যেখানে টরোন্টো ব্লু জেস মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস ডজার্সের।
ওই বিজ্ঞাপনকে ‘বিভ্রান্তিকর ও প্রতারণামূলক’ উল্লেখ করে ট্রাম্প বলেন,“তারা জানত এটি একটি মিথ্যা প্রচার, তবুও সেটি প্রচার করেছে। তাদের এই আচরণের কারণে আমি কানাডার পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করছি।”
তিনি এই মন্তব্যটি এয়ার ফোর্স ওয়ানে বসেই, মালয়েশিয়া সফরে যাওয়ার পথে পোস্ট করেন।
বিজ্ঞাপন প্রচারের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন ট্রাম্প। জবাবে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, তিনি বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেবেন এবং বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করতে চান।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিষয়টি নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে ওয়াশিংটন, হোয়াইট হাউজ বা মার্কিন বাণিজ্য বিভাগ কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
বর্তমানে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এর মধ্যে
ইস্পাতে ৫০ শতাংশ,অটোমোবাইলে ২৫ শতাংশ শুল্ক রয়েছে।
নতুন ঘোষণার ফলে কানাডার রপ্তানি-নির্ভর শিল্পগুলো, বিশেষ করে অন্টারিওর অটোমোবাইল খাত, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। কারণ, কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে বিক্রি হয়।
বিতর্কিত বিজ্ঞাপনটি নিয়ে রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশনও ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়,“অন্টারিও সরকার আমাদের কোনো অনুমতি না নিয়েই রিগ্যানের বক্তব্য ব্যবহার করেছে এবং সেটি বিকৃতভাবে উপস্থাপন করেছে।”
