রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

১৫ সেনা কর্মকর্তার হাজিরার তারিখ পেছাল, নতুন দিন ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩৪, ২৬ অক্টোবর ২০২৫

১৫ সেনা কর্মকর্তার হাজিরার তারিখ পেছাল, নতুন দিন ২৩ নভেম্বর


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান গুম-খুন ও হত্যাযজ্ঞ মামলায় সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তার হাজিরা পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও খুন সংক্রান্ত দুই মামলায় হাজিরার তারিখ পিছানোর আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে নতুন হাজিরার তারিখ নির্ধারণ করেছে ২৩ নভেম্বর।

একই সঙ্গে জুলাই–আগস্টে রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাযজ্ঞ মামলায় হাজিরার দিন ধার্য করা হয়েছে ২৪ নভেম্বর।
প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম জানিয়েছেন, মামলার প্রস্তুতি গ্রহণ ও নথিপত্র যাচাইয়ের সময় প্রয়োজন হওয়ায় তারিখ পিছানোর আবেদন করা হয়।

এর আগে গত ২২ অক্টোবর, গুমের দুই মামলা ও জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত সেদিনই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার পরবর্তী তারিখ ধার্য করেছিলেন ৫ ও ২০ নভেম্বর।

বর্তমানে ওই ১৫ সেনা কর্মকর্তাকে রাখা হয়েছে ঢাকা সেনানিবাসের সাব-জেলে, যেখানে নিরাপত্তা জোরদারে ৩৫ জন কারারক্ষী দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, গুমের আরেক মামলায় হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বরের মধ্যে।

এছাড়া চাঁনখারপুলে শহীদ আনাসসহ ছয়জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী। এসময় গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
মেট্রোরেলের উত্তরা–আগারগাঁও অংশ চালু মতিঝিল পর্যন্ত আরও সময় লাগবে
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’