নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৫, ২৬ অক্টোবর ২০২৫
জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি কতটি সিমকার্ড ব্যবহার করতে পারবেন, তার ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, একজন ব্যক্তি নিজের এনআইডিতে সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিবন্ধন করতে পারবেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,“একজনের নামে নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়ে। এতে প্রকৃত অপরাধী অনেক সময় ধরা পড়ে না। তাই নির্বাচনের আগে ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড কমিয়ে আনা হবে।”
তিনি আরও বলেন,“আমরা চেষ্টা করছি, জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি সিম রাখার সীমা কার্যকর করতে। এতে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও সঠিক শনাক্তকরণে সহায়তা হবে।”
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে “উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সব প্রস্তুতি সম্পন্ন” হয়েছে।
তিনি বলেন, “নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর—তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন।”
