২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে এমপিও বিল দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৫, ২৬ অক্টোবর ২০২৫
ফাইল ছবি
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সময়মতো পাঠাতে হলে চলতি অক্টোবর মাসের বিল ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে দাখিল করতে হবে।
রবিবার (২৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে প্রেরণ করা হচ্ছে।
জুলাই পর্যন্ত এটি ম্যানুয়ালি পাঠানো হলেও আগস্ট থেকে অনলাইনে বিল সাবমিটের প্রক্রিয়া চালু হয়। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের apps.emis.gov.bd ওয়েবসাইটে লগইন করে এমপিও বিল সাবমিট করতে বলা হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক শিক্ষক ও কর্মচারীর প্রাপ্য এমপিও সঠিকভাবে নির্ধারণ করে অনলাইন বিল জমা দিতে হবে। কোনো ভুল তথ্যের কারণে বেতন পাঠানো ব্যাহত হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
এছাড়া, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুপস্থিত থাকলে বেতন কর্তনের তথ্য বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের সাবমিটকৃত তথ্যই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
