রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

ঢাকার ‘কারাগার’ জুটি এবার টালিউডে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭:২৩, ২৬ অক্টোবর ২০২৫

ঢাকার ‘কারাগার’ জুটি এবার টালিউডে

ঢাকাই জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’–এর নাম এখনো দর্শক ভুলে যেতে পারেননি। সৈয়দ আহমেদ শাওকীর এই সিরিজে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণের অভিনয় দুই বাংলাতেই সাড়া ফেলেছিল। এবার সেই সফল জুটি যেন আবারও দুই বাংলার সীমানা পেরিয়ে নতুন গল্প লিখতে যাচ্ছেন—এইবার টালিউডের বড় পর্দায়।
জানা গেছে, কলকাতায় বর্তমানে একসঙ্গে অবস্থান করছেন চঞ্চল ও ফারিণ। তাঁদের নেতৃত্বে আছেন বলিউডের খ্যাতিমান পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, যিনি ‘পিংক’ ও ‘ডিয়ার মা’–এর মতো প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। ঢাকার অভিনেত্রী জয়া আহসানকেও তিনি সর্বশেষ তাঁর সিনেমায় সুযোগ দিয়েছিলেন—যার প্রচারণায় অংশ নেন স্বয়ং অমিতাভ বচ্চন।
এবার অনিরুদ্ধের পরবর্তী সিনেমার প্রস্তুতিতে যুক্ত হচ্ছেন চঞ্চল–ফারিণ। টলিউড সংবাদমাধ্যমগুলো বলছে, নতুন এই সিনেমায় তাঁদের দুজনকেই দেখা যেতে পারে একসঙ্গে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চঞ্চল বর্তমানে ব্যস্ত আছেন ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার কাজে। এদিকে ফারিণও রয়েছেন কলকাতাতেই। কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত ‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে তাঁদের একসঙ্গে দেখা যায়। সেখান থেকেই গুঞ্জন ছড়ায়, দুই ঢাকাই তারকা নাকি নতুন এক টলিউড প্রজেক্টের গোপন আলোচনায়!

চঞ্চল চৌধুরী হাসতে হাসতে বলেন,“আমরা কেউই জানতাম না দুজনেই কলকাতায় আছি। টোনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী)–র সঙ্গে মিটিং করতে এসেছিলাম। ওর সঙ্গেও দেখা হলো হঠাৎ করেই। এরপর বুঝলাম—দুজনেই একই পরিচালককে নিয়ে আলোচনা করছি! ঘটনাটা বেশ মজার।”
এখন প্রশ্ন উঠছে—তাহলে কি অনিরুদ্ধের নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে এই দুই ঢাকাই তারকাকে?
চঞ্চলের উত্তর,“এখনও কিছু চূড়ান্ত নয়, তবে কথা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করবো।”
উল্লেখ্য, এর আগেও টলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় তিনি অভিনয় করেছেন কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে। অন্যদিকে, তাসনিয়া ফারিণের টলিউড যাত্রা শুরু হয়েছিল অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবির মাধ্যমে, যা তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।
দুই বাংলার ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—ঢাকার ‘কারাগার’ জুটিকে আবারও একসঙ্গে পর্দায় দেখার জন্য।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’