রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

চলে গেলেন টিভি অভিনেত্রী ২৩ বছরের ইসাবেল টেট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৩৭, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৫২, ২৫ অক্টোবর ২০২৫

চলে গেলেন টিভি অভিনেত্রী ২৩ বছরের ইসাবেল টেট

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ অভিনেত্রী ইসাবেল টেট আর নেই। অভিনেত্রীর এজেন্সি বরাত দিয়ে পিপলডটকম জানিয়েছে, ১৯ অক্টোবর তার মৃত্যু হয়। মাত্র ২৩ বছর বয়সেই মারা যান তিনি।

জন্মগত স্নায়বিক রোগে ভুগছিলেন ইসাবেল। বিরল এই রোগ পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকে প্রভাবিত করে। রায়ান মারফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্পিন-অব সিরিজ '৯-১-১: ন্যাশভিল'র পাইলট পর্বে ইসাবেলকে দেখা গেছে জুলি চরিত্রে।

অক্টোবর মাসেই সম্প্রচারিত হয় টিভি সিরিজটি। এটিই ছিল অভিনয় জীবনেে ইসাবেলের সবচেয়ে বড় সাফল্য। সিরিজটি সম্প্রচারের কয়েক দিনের মধ্যেই চলে গেলেন তরুণ অভিনেত্রী।

এজেন্সির পক্ষ থেকে আরও জানানো হয়, ইসাবেলকে আমরা কিশোরী বয়স থেকেই চিনি। তিনি কয়েক বছর পর আবার অভিনয়ে ফেরেন। প্রথম অডিশনেই তিনি কাজ পেয়ে যান। শুটিং করে নিজের স্বপ্নের কাজটি করতে পেরে তিনি খুবই খুশি ছিলেন।

ইসাবেল চলতি বছরের জুনেই সিরিজটির শুটিং শেষ করেনৃ। তার অভিনীত পর্বটি প্রচারিত হয় ৬ অক্টোবর। টেনেসির জরুরি সেবাকর্মীদের গল্প নিয়ে তৈরি এই সিরিজের তৃতীয় পর্ব প্রচারিত হয় ২৩ অক্টোবর।

ইসাবেলের সঙ্গে সিরিজে অভিনয় করেন সহ-অভিনেতা ক্রিস ও’ডনেল, লিয়ান রাইমস, মাইকেল প্রোভোস্ট, জেসিকা ক্যাপশ, কিম্বারলি উইলিয়ামস-পেইজলি, জুয়ানি ফেলিজসহ আরও অনেকে।

'মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি' থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন ইসাবেল টেট।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন