রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

রাজাপালং কৃষক দল দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আলী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ২১:১৫, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪৭, ২৫ অক্টোবর ২০২৫

রাজাপালং কৃষক দল দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আলী

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন কৃষক দলের দক্ষিণ শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী। শনিবার বিকেলে উখিয়ার কোটবাজার স্টেশন চত্বরে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের সম্মেলনে তাকে সভাপতি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহমদ এবং সদস্য সচিব সাদমান জামি চৌধুরীসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ আলী বলেন, “কৃষকদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে কাজ করাই আমার অঙ্গীকার। কৃষক দলের সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যন্ত শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

কৃষক সমাজ ও দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণে সন্তোষ ও আশাবাদ ব্যক্ত করেছেন। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষক দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে।

উপজেলা কৃষক দলের নেতারা মনে করছেন, নতুন নেতৃত্বে দক্ষিণ রাজাপালং কৃষক দল আরও সংগঠিত ও গতিশীল হয়ে উঠবে। দীর্ঘদিন পর এই নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রাজাপালং ইউনিয়নের দক্ষিণ অঞ্চলে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন