প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২৫, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:০৩, ২৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সরকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে `সরকার টু সরকার’ (জিটুজি) পদ্ধতিতে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে এই আমদানি শুরু হয় বলে জানানো হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষার পর দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমদানিকৃত গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
বাংলাদেশে প্রতিবছর গমের চাহিদা প্রায় ৭০-৭৫ লাখ মেট্রিক টন। এর একটি বড় অংশ আমদানি করতে হয়। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে জিটুজি পদ্ধতিতে সরাসরি সরকারিভাবে গম আমদানি শুরু করায় খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
