শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৮, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:১০, ২৪ অক্টোবর ২০২৫

১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!

বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে তার হত্যাকাণ্ডের অন্যতম আসামি রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি। ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া এই স্বীকারোক্তিতে তিনি দাবি করেন, সালমান শাহকে খুনের জন্য সামিরার মা অভিনেতা ডনকে ১২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন—এর অর্ধেক, অর্থাৎ ৬ লাখ টাকা খুনের আগেই দেওয়া হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) আদালত সূত্রে জানা যায়, ১৬৪ ধারায় দেওয়া ওই জবানবন্দিতে রিজভী জানান, সালমান শাহ হত্যার আগে সামিরার মা ও চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই মিলে পরিকল্পনা করেন। তাদের মাধ্যমে ডন, ফারুক, ডেভিড ও জাভেদের সঙ্গে যোগাযোগ হয়। সালমান শাহ ও ডনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় ‘প্রতিশোধ ও অর্থের লোভে’ এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে দাবি করেন তিনি।

রিজভীর বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে ডন, ডেভিড, ফারুক, জাভেদ, ছাত্তার ও সাজু একত্রে বসে সালমানকে ‘শেষ করার’ পরিকল্পনা নেয়। ফারুক তখন জানায়, সামিরার মা ১২ লাখ টাকা দিচ্ছেন—কাজের আগে ৬ লাখ, পরে আরও ৬ লাখ। ওই সময় প্লাস্টিকের দড়ি, সিরিঞ্জ, রিভলভারসহ হত্যার সরঞ্জামও প্রস্তুত করা হয়।

রিজভীর দাবি, ফজরের আজানের আগে তারা ইস্কাটনের বাসায় পৌঁছান। সালমান ঘুমিয়ে ছিলেন, সামিরা তখন বাসায় ছিলেন না। পরে ডন, ডেভিড, জাভেদ, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই মিলে সালমানকে বশে আনার চেষ্টা করেন। সালমানের স্ত্রী সামিরা নাকি নিজের হাতে সালমানের নাকে ক্লোরোফর্ম চাপিয়ে দেন, আর ইনজেকশন পুশে সাহায্য করেন তার মা।

আজিজ মোহাম্মদ ভাই তখন রশি এনে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা সাজানোর নাটক তৈরি করেন বলে দাবি রিজভীর। পরে সবাই পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। ফজরের আজানের সময় তারা গাবতলীর কাছে পৌঁছান।

১৯৯৭ সালের ১৯ জুলাই সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করতে গিয়ে গ্রেপ্তার হন রিজভী। তিনি নিজেকে চলচ্চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেনিন পরিচয়ে সালমানের পরিবারের বাসায় প্রবেশ করেছিলেন। পরিবার সন্দেহ করে পুলিশে খবর দেওয়ায় তিনি ধরা পড়েন।

রিজভীর এই জবানবন্দি আদালতে দাখিল থাকলেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। নতুন করে এই স্বীকারোক্তির তথ্য প্রকাশে সালমান শাহর মৃত্যুকে ঘিরে পুরনো রহস্য আবারও আলোচনায় এসেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করে ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলকে বাংলাদেশের কঠোর নিন্দা
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০
তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
ক্যামিলার চোখে মেগান রাজা চার্লসের শান্তির জন্য ‘বিপজ্জনক’
ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন, চুক্তি করতে চান শি জিনপিংয়ের সঙ্গে
রাজধানীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কোনো কোনো দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে
দেওয়া হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা এখন পর্যন্ত পেয়েছে ১ কোটি ৭০ লাখ শিশু
মালালার নতুন আত্মজীবনী প্রেম, জীবন ও নিজের পথের গল্প