বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

ক্যামিলার চোখে মেগান রাজা চার্লসের শান্তির জন্য ‘বিপজ্জনক’

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৪:১২, ২৩ অক্টোবর ২০২৫

ক্যামিলার চোখে মেগান রাজা চার্লসের শান্তির জন্য ‘বিপজ্জনক’

ব্রিটিশ রানী ক্যামিলা। ছবি: গেটি ইমেজেস

ব্রিটিশ রাজ পরিবারের ঝড় বইছে একের পর এক। রাজপরিবারে প্রিন্স হ্যারি ও মেগান মার্কলকে পুনরায় যুক্ত করার ধারণার ঘোর বিরোধীতা করলেন রানী ক্যামিলা।

রাডার অনলাইন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজা চার্লসের মানসিক শান্তির জন্য মেগানকে “বিপজ্জনক” মনে করেন রানী কনসোর্ট ক্যামিলা।

রাজপ্রাসাদের এক ঘনিষ্ঠ সূত্র রাডার অনলাইনকে জানিয়েছে, ক্যামিলা এখনও হ্যারিকে ক্ষমা করতে পারেননি তার বিস্ফোরক আত্মজীবনী ‘স্পেয়ার’–এ লেখা কথাগুলোর জন্য। তিনি মনে করেন, সেই বইয়ের মাধ্যমে হ্যারির রাগকে “মেগানই উসকে দিয়েছেন”।

প্রতিবেদনে বলা হয়, “ক্যামিলা মনে করেন, হ্যারি বা মেগান—কাউকেই রাজপরিবারে ফেরানো একেবারেই অযৌক্তিক। তিনি হ্যারির শেষ সফরের বিরোধিতা করেছিলেন, তবু চার্লস নিজের সিদ্ধান্তে স্থির ছিলেন।”

এটি ইঙ্গিত করে হ্যারির গত সেপ্টেম্বরের যুক্তরাজ্য সফরের দিকে, যেখানে তিনি লন্ডনের ক্ল্যারেন্স হাউসে চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

সূত্র আরও জানায়, “মেগানের রাজপরিবারে ফেরা—অল্প সময়ের জন্য হলেও—ক্যামিলার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
ক্যামিলার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, রানী মনে করেন হ্যারির আত্মজীবনীতে যা লেখা হয়েছে, তার পেছনে দায়ী মেগান।

তার কথায়, “ক্যামিলা কোনো অপমান ভুলে যান না। তাকে দুষ্ট সৎমা বলা হয়েছিল, আর হ্যারি কখনও ক্ষমাও চায়নি। ক্যামিলার বিশ্বাস, মেগানই তার পরিবারের প্রতি হ্যারির ক্রোধকে আরও বাড়িয়ে দিয়েছে।”

ক্যামিলার ওই বন্ধু বলেন, “ওই আঘাত সহজে মুছে যায় না—এবং ক্যামিলার সন্দেহ, তা কোনোদিনও যাবে না।”

রাডারের প্রকাশনায় আরও বলা হয়, রানী নীরবে কাজ করে যাচ্ছেন যাতে হ্যারি ও মেগান আর রাজপরিবারে ফিরতে না পারেন।ক্যামিলা প্রকাশ্যে ভদ্র আচরণ বজায় রাখবেন, কিন্তু সেটাই শেষ সীমা। ব্যক্তিগতভাবে তিনি মেগানকে ‘চালাক-চতুর’ এবং রাজার মানসিক শান্তির জন্য বিপজ্জনক মনে করেন ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন