বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করলেন মুখ্যমন্ত্রী আফ্রিদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:১৪, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:২৬, ২৩ অক্টোবর ২০২৫

ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করলেন মুখ্যমন্ত্রী আফ্রিদি

যান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। ছবি: সংগৃহীত

ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) নির্দেশের পরপরই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে যান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে নিরাপত্তা ব্যারিকেডে পৌঁছানোর পর পুলিশ তার গাড়িবহরকে থামিয়ে দেয়।

ইসলামাবাদ হাইকোর্ট আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দিয়েছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি সংক্রান্ত আদালতের আগের (২৪ মার্চ) সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে।

এই মামলাগুলোর শুনানি নেন প্রধান বিচারপতি সরফরাজ দোগার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ, যার অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির ও বিচারপতি আজম খান।

মার্চ মাসে একই বেঞ্চ ইমরান খানের সঙ্গে সপ্তাহে দুই দিন (মঙ্গলবার ও বৃহস্পতিবার) সাক্ষাতের অনুমতি পুনর্বহাল করেছিলেন, যা নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী পরিচালিত হবে বলে জানানো হয়।

তবে আদালত কড়া নির্দেশ দিয়েছিল— সাক্ষাতের পর কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবে না। অর্থাৎ, পিটিআই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করা কোনো ব্যক্তি সাক্ষাতশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি পাবেন না।

আজ আদালতের সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ইমরানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আদিয়ালা কারাগারের পথে রওনা হন। কিন্তু সূত্র জানায়, তার গাড়িবহর কারাগারের কাছাকাছি দাহগাল চেকপোস্টে পুলিশ কর্তৃক থামিয়ে দেওয়া হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, পিটিআই নেতারা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন "দলীয় নীতি ও নবগঠিত প্রাদেশিক মন্ত্রিসভা গঠন" বিষয়ে আলোচনার জন্য।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে ইমরান খান কারাগারে রয়েছেন। ‘তোশাখানা কেস–১’-এ দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি বন্দি। ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর ২০২২ সালের এপ্রিল থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে— যার মধ্যে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত নানা অভিযোগ অন্তর্ভুক্ত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন