ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করবেন মুখ্যমন্ত্রী আফ্রিদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:২১, ২৩ অক্টোবর ২০২৫

পাকিস্তান্তের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আদিয়ালা জেলে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানিয়েছে স্থানীয় পাকিস্তানের ডন পত্রিকা।
সিনেটর আলি জাফর পিটিআই নেতাদের একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার জন্য তালিকাভুক্ত করেছেন।তালিকায় শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
এছাড়া রয়েছেন এমএনএ জুনাইদ আকবর, এমপিএ মীনা খান, সাজ্জাদ চিমা এবং রানা ফারাজ নূন।
তালিকাটি ইতোমধ্যেই আদিয়ালা জেল প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, আজই প্রতিনিধি দলটি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করবে। এটি মুখ্যমন্ত্রী আফ্রিদির দ্বিতীয় প্রচেষ্টা—এর আগে তার সাক্ষাতের আবেদনটি অনুমোদন পায়নি।
ইমরান খানের সঙ্গে সাক্ষাতসংক্রান্ত সব মামলা একত্রে শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তিন সদস্যের একটি বেঞ্চ গঠন করেছে।
প্রধান বিচারপতি সারফরাজ দোগার এর নেতৃত্বে বেঞ্চটিতে রয়েছেন বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির ও বিচারপতি আজম খান।
বৃহস্পতিবার বেঞ্চটি শুনানি করবে একাধিক আবেদন, যার মধ্যে রয়েছে—মুখ্যমন্ত্রী আফ্রিদির সাক্ষাতের অনুমতি সংক্রান্ত আবেদন,বন্দি ইরফান নামের এক ব্যক্তির আবেদন, যিনি ইমরান খানের মতোই কারাগারে সুবিধা দাবি করেছেন এবং পিটিআই নেতাদের আদালত অবমাননার আবেদন, যেখানে অভিযোগ করা হয়েছে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।
বৃহত্তর বেঞ্চের সামনে উপস্থাপিত হবে আরও কয়েকটি আবেদন, যার মধ্যে আছে আদিয়ালা জেল ও পাঞ্জাব সরকারের অধীনে কারা সাক্ষাৎনীতি, এসওপি এবং প্রশাসনিক বিষয়াবলী সংক্রান্ত নীতিমালা।
হাইকোর্ট আজকের শুনানির কার্যতালিকায় এসব আবেদন একত্রে অন্তর্ভুক্ত করেছে।
প্রসঙ্গত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বছর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে আদিয়ালা জেলে বন্দি আছেন। তার দল পিটিআই নেতাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে কারাবন্দি করা হয়েছে।