শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে ২৫ বছরে চতুর্থ সর্বোচ্চ রোগী এ বছর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:০১, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৩৮, ২৩ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে ২৫ বছরে চতুর্থ সর্বোচ্চ রোগী এ বছর

দেশে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৮০৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ১৭০ জনে।

এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এই সংখ্যা বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের গত ২৫ বছরের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

এর আগে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। দ্বিতীয় সর্বোচ্চ ভর্তি হয় ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী, তৃতীয় সর্বোচ্চ ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন, চতুর্থ সর্বোচ্চ এ বছর ৬৩ হাজার ১৭০ জন (বৃহস্পতিবার পর্যন্ত) ও পঞ্চম সর্বোচ্চ রোগী ভর্তি হয় ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২৫৯ জন মারা গেল।

নতুন মারা যাওয়া রোগীদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তাদের বয়স হয়েছিল যথাক্রমে ৬৪, ৭২, ৬০ এবং ৬৪ বছর। তাদের একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন করে ভর্তি ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, এ বছর আক্রান্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে সেপ্টেম্বর মাসে ও সর্বোচ্চ মৃত্যু হয়েছে ওই মাসে ৭৬ জনের। এ মাসের ২৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৮২৮ জন ও মারা গেছে ৬১ জন।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, আগস্টে ৩৯ জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৮৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগের ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ জন রোগী, বরিশাল বিভাগে ১১২ জন এবং সিলেট বিভাগে তিন জন রোগী ভর্তি হয়েছে।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২ হাজার ৬৪৮ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৩৯ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

দেশে ব্যাপকহারে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় ২০০০ সালে। সেবছর থেকেই স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন