এনিউরিজমে আক্রান্ত হবার পর বিবাহবিচ্ছেদ
পড়াশোনা, চার সন্তান- সবমিলিয়ে লড়াই কিমের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:০৮, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৪:০৪, ২৪ অক্টোবর ২০২৫
বহু আলোচিত বিবাহবিচ্ছেদ, আইন পড়াশোনা সম্পন্ন করা, এবং প্যারিসে তার ওপর সংঘটিত ডাকাতির মামলায় সাক্ষ্য দেওয়া—এই সব কিছু মিলিয়ে কিম কার্দাশিয়ানের জীবন সম্প্রতি বেশ ব্যস্তই ছিল।
কিন্তু বাস্তবে তার জীবনে যা ঘটেছে, তা জনসাধারণের ধারণার চেয়েও বেশি নাটকীয়।
হুলুর জনপ্রিয় রিয়েলিটি সিরিজ ‘দ্য কার্দাশিয়ানস’-এর সপ্তম মৌসুমের প্রিভিউতে দেখা গেছে, কিম প্রকাশ করেছেন যে তিনি সম্প্রতি “একটা ছোট এনিউরিজম”-এ আক্রান্ত হয়েছিলেন।
নতুন মৌসুমের শুরুতেই টিজারে দেখা যায়, কার্দাশিয়ানকে একটি এমআরআই মেশিনে প্রবেশ করতে, মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায়।
ভয়েসওভারে তাকে তার পরিবারকে বলতে শোনা যায়—“একটা ছোট এনিউরিজম ছিল,”
এরপর ক্যামেরা ঘুরে যায় তার বোন কোর্টনি কার্দাশিয়ানের উদ্বিগ্ন মুখের দিকে, যিনি বলেন—“ওহ!”
কিম এরপর বলেন,“তারা বলল, ‘শুধু মানসিক চাপ’, আর আমি তখন ভাবছি…”
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে,“এনিউরিজম তখন ঘটে, যখন কোনো ধমনী দেয়ালের একটি অংশ দুর্বল হয়ে পড়ে এবং সেটি অস্বাভাবিকভাবে ফুলে যায় বা প্রশস্ত হয়।”
পরবর্তীতে প্রিভিউতে কিমকে বলতে শোনা যায়,মানুষ ভাবে আমি চাইলে সবকিছু থেকে সরে যেতে পারি।
এরপর তিনি তার সাবেক স্বামী কানিয়ে ওয়েস্ট (বর্তমানে ইয়ে নামে পরিচিত)-এর প্রসঙ্গ টানেন—
“আমার সাবেক স্বামী যাই হোক না কেন, আমার জীবনের অংশ থাকবে। আমাদের চারটি সন্তান আছে।”
এছাড়া প্রিভিউতে দেখা যায়, কিম আইন পরীক্ষার জন্য কঠোরভাবে পড়াশোনা করছেন এবং সেই পরীক্ষায় সফল হতে পারবেন কি না তা নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছেন।
নতুন পর্বের একটি অংশে দেখা যায়, কিম অভিনয় করছেন নতুন হুলু সিরিজ ‘অলস ফেয়ার’-এ, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন নীসি ন্যাশ, গ্লেন ক্লোজ এবং সারা পলসন।
এই সিরিজে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন।
চিত্রায়ণের বিরতিতে কিম বলেন,“ডিভোর্সের পর থেকে আমার সোরিয়াসিস হয়নি, কিন্তু এখন আবার শুরু হয়েছে।”
একজন প্রযোজক তাকে জিজ্ঞেস করেন, তিনি তার সাবেক স্বামীর আচরণ দেখে কী ভাবেন।
কিমের উত্তর—“আমার বেচারা বাচ্চারা… আশপাশের সবাই হয়তো সামলে নিতে পারে, কিন্তু আমি শুধু আমার সন্তানদের রক্ষা করতে চাই।”
সাম্প্রতিক বছরগুলোতে কানিয়ে ওয়েস্ট নানা বিতর্কে জড়িয়েছেন—অনিয়মিত আচরণ, প্রকাশ্য ইহুদিবিদ্বেষসহ একাধিক সমালোচনার মুখে পড়েছেন।
কিম ও কানিয়ে ২০১৪ সালে বিয়ে করেন এবং ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
তাদের চার সন্তান:নর্থ (১২), সেইন্ট (৯), শিকাগো (৭), এবং স্যাম (৬)।
