শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

 ‘স্পিরিট’ অডিও টিজারে প্রভাস ও প্রকাশ রাজ মুখোমুখি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:২৪, ২৪ অক্টোবর ২০২৫

 ‘স্পিরিট’ অডিও টিজারে প্রভাস ও প্রকাশ রাজ মুখোমুখি

প্রভাসের জন্মদিন এবার পরিণত হয়েছে এক সিনেম্যাটিক উৎসবে। একদিকে ফাউজি ও দ্য রাজা সাব ছবির পোস্টার উন্মোচন, অন্যদিকে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি স্পিরিট-এর অডিও ঘোষণাই কাড়ল সব আলো।

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজের ইনস্টাগ্রামে ঘোষণা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন।

তিনি ক্যাপশনে লিখেছেন—“হ্যাপি বার্থডে প্রভাস আন্না। হৃদয় থেকে সোজা পাঁচ ভারতীয় ভাষায় হাজির করছি এক ‘সাউন্ড-স্টোরি’, প্রতিটি সেই ভক্তের জন্য, যিনি তার অনুভব করেছেন।”

এই স্পিরিট ঘোষণার ভিডিওটি প্রচলিত টিজারের মতো নয়—এটি পুরোপুরি ভয়েসওভার ও সাউন্ডের ওপর নির্ভর করে তৈরি, যা কৌতূহল তৈরি করে।
শিল্পীদের কণ্ঠে সংলাপগুলো শুনে দর্শকের মনে দারুণ প্রভাব ফেলে, আর হর্ষবর্ধন রমেশ্বরের তীব্র ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এখানে প্রভাসকে দেখা যাবে এক প্রাক্তন আইপিএস অফিসারের ভূমিকায়, যিনি একসময় পুলিশ একাডেমির সেরা ছাত্র ছিলেন। কিন্তু আচরণগত সমস্যার কারণে তিনি শেষ পর্যন্ত জেলে পড়েন—প্রকাশ রাজের তত্ত্বাবধানে থাকা সেই জেলে।

কঠোর নিয়ম মেনে চলা এক ওয়ার্ডেনের (প্রকাশ রাজ) সঙ্গে তার সংঘাতই ছবির অন্যতম আকর্ষণীয় দিক।

ভিডিওটির শেষদিকে প্রভাসের কণ্ঠে শোনা যায় প্রভাবশালী সংলাপ—“শৈশব থেকে আমার শুধু একটা খারাপ অভ্যাস আছে।”
সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্বভাবসিদ্ধ তীব্রতা ও দর্শকপ্রিয় সংলাপের মিশ্রণেই এই মুহূর্তটি তৈরি, যেখানে তিনি প্রভাসকে অভিহিত করেছেন—“ভারতের সবচেয়ে বড় সুপারস্টার।”

স্পিরিট হলো প্রভাস ও সন্দীপ রেড্ডি ভঙ্গার প্রথম যৌথ কাজ।
ছবিতে প্রভাসের বিপরীতে থাকছেন ত্রিপ্তি দিমরি।

এছাড়া কাস্টে রয়েছেন শক্তিশালী অভিনেতা প্রকাশ রাজ, বিবেক ওবেরয় এবং প্রবীণ অভিনেত্রী কানচনা—সবাই গুরুত্বপূর্ণ ভূমিকায়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন