টেকনাফে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি | সমাজকাল
প্রকাশ: ০০:০৯, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:২৬, ২৪ অক্টোবর ২০২৫
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শামলাপুর লামারবাজার সংলগ্ন নয়াপাড়ায় এ অভিযান চালানো হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল স্থানীয় শওকত উল্লাহর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ৮টি পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, “মাদক পাচারের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে পুলিশ। সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান চলছে।”
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
