শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

বিজিবির অভিযান ডগ ‘মেঘলার’ ঘ্রাণে চোলাই মদসহ আটক ২

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২২:০২, ২৩ অক্টোবর ২০২৫

বিজিবির অভিযান ডগ ‘মেঘলার’ ঘ্রাণে চোলাই মদসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে আবারও আলোচনায় এলো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষিত মাদক শনাক্তকারী কুকুর ‘মেঘলা’। তার তীক্ষ্ণ ঘ্রাণে ধরা পড়েছে ২০ লিটার দেশীয় চোলাই মদের চালান। বৃহস্পতিবার বিকেলে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট এলাকায় এক ইজিবাইকে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটকরা হলেন— মো. আবুল হাশেম (৩৬) এবং মো. কালা মিয়া (৩২)। দুজনই টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা।

তল্লাশির সময় ‘মেঘলা’ নির্দিষ্ট এক যাত্রী ও ইজিবাইকের প্রতি ঘ্রাণ সংকেত দেয়। পরে বিজিবি সদস্যরা ইজিবাইকের সিটের নিচে রাখা বোতলভর্তি ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে। পাশাপাশি ইজিবাইকটিও জব্দ করা হয়।

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন,“মাদকমুক্ত দেশ গঠনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক শনাক্তকারী কুকুর ‘মেঘলা’-

সহায়তায় আমরা সীমান্তে আরও কঠোর নজরদারি চালাচ্ছি। মেঘলার ঘ্রাণে ইতোমধ্যে একাধিক মাদকচালান শনাক্ত করা সম্ভব হয়েছে।”
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবির বিশেষভাবে প্রশিক্ষিত এই কুকুরটি মাদকদ্রব্য শনাক্তকরণ অভিযানে নিয়মিত অংশ নেয়। সীমান্ত এলাকায় ইয়াবা, চোলাই মদ, গাঁজা ও অন্যান্য মাদক পাচার প্রতিরোধে ‘মেঘলা’ এখন বিজিবির নির্ভরযোগ্য সহযোদ্ধা হিসেবে পরিচিতি পেয়েছে।

আরও পড়ুন