শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

সীমান্তে মানবতার সেবায় উখিয়া বিজিবি

চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২১:১৩, ২৩ অক্টোবর ২০২৫

চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

কক্সবাজারের উখিয়া সীমান্তে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শুধু সীমান্ত রক্ষাতেই নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও স্থানীয় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হ্নীলা ইউনিয়নের খারাংখালী বিওপি এলাকায় মগপাড়া প্রাইমারি স্কুল মাঠে আয়োজন করা হয় একদিনের বিনামূল্যের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে ২০০ জনের বেশি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। ৬৪ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ, এএমসি-এর তত্ত্বাবধানে এ সেবা পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, চিকিৎসাসেবা পাওয়া রোগীদের মধ্যে পুরুষ ৬১ জন, নারী ৮৫ জন এবং শিশু ৫৪ জন ছিলেন।

ক্যাম্পটি পরিদর্শন করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ। তারা মাঠ পরিদর্শন করে চিকিৎসা কার্যক্রমের সার্বিক তদারকি করেন ও উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলেন।

লে. কর্নেল জসীম উদ্দিন সমাজকালকে বলেন,“সীমান্ত রক্ষার পাশাপাশি আমরা সীমান্ত এলাকার মানুষের কল্যাণেও কাজ করছি। মানবতার সেবায় বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

উল্লেখযোগ্য যে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিতভাবে মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ সীমান্তবর্তী অঞ্চলে জনগণের মধ্যে আস্থা, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও মজবুত করছে।

আরও পড়ুন