মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন গ্রেপ্তার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৬, ২৩ অক্টোবর ২০২৫

জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে ভোরে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত তিনজনকে হত্যার ঘটনার মামলাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা যায়— আন্দোলন চলাকালে অস্ত্র হাতে গুলি চালাচ্ছেন তিনি। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার হওয়া সাজ্জাত হোসেন সাগর এক সময় মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তিনি ছিলেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার একটি বাড়িতে অভিযান চালিয়ে সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং জুলাই আন্দোলনের সহিংস ঘটনাগুলোর অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত।’
২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জে জুলাই আন্দোলন চলাকালে তিনজন নিহত হন। এরপর থেকে পুলিশ বিভিন্ন আসামির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। সম্প্রতি তদন্তে উঠে আসে সাগরের সম্পৃক্ততার একাধিক প্রমাণ, যার ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালানো হয়।