সাভারে সন্ত্রাসী হামলায় কৃষক নিহত
সাভার প্রতিনিধি
প্রকাশ: ০৮:২১, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৯:৫৪, ২৩ অক্টোবর ২০২৫

প্রতীকী ছবি
রাজধানীর উপকণ্ঠে সাভারে সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ধারালো অস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছে আরও অন্তত ৮ জন।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ (৫০) একই ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
স্থানীয়রা জানায়, সন্ত্রাসী জাকিরের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল বেড়াইদ এলাকায় হামলা চালায়। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর অতর্কিত আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই আবু সাইদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, নিহত আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি রাখা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের হেফাজতে রাখা হয়েছে। হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।