বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

সৌদি যুবরাজের আমন্ত্রণে রিয়াদ যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৮, ২৩ অক্টোবর ২০২৫

সৌদি যুবরাজের আমন্ত্রণে রিয়াদ যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসছ। বি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ২৬ অক্টোবর রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি অংশ নেবেন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই-৯)’-এর নবম সংস্করণে।

রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আগামী ২৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০১৭ সালের পর এই প্রথমবার কোনো বাংলাদেশি সরকারপ্রধানকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে যুবরাজ সালমানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

এই সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্ব রাজনীতি ও অর্থনীতির প্রভাবশালী নেতা ও নির্বাহীরা। 

উপস্থিত থাকবেন প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ, সৌদি জ্বালানি মন্ত্রী ইয়াসির আল-রুমাইয়ান, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ও

এফআইআই ইনস্টিটিউট চেয়ারম্যান, হান ঝেং, চীনের ভাইস প্রেসিডেন্ট কিরিল দিমিত্রিয়েভ, রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের প্রধান ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রাচেল রিভস, যুক্তরাজ্যের রাজকোষ চ্যান্সেলর ইউরিকো কোইকে, টোকিওর গভর্নর পল কাগামে, রুয়ান্ডার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, সিরিয়ার প্রেসিডেন্ট। 

এফআইআই-৯ সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—বৈশ্বিক আয়-বৈষম্য মোকাবিলা ও মুক্ত বাণিজ্যের ভবিষ্যৎ, টেকসই প্রবৃদ্ধি ও শক্তি রূপান্তরের চ্যালেঞ্জ, কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা নেতৃত্বে প্রতিযোগিতা ওভূ-রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা। 

সম্মেলনে উপস্থিত থাকবেন শীর্ষ কর্পোরেট নির্বাহীরা। 

গুগল ও অ্যালফাবেটের প্রেসিডেন্ট রুথ পোরাট, সাবেক গুগল সিইও এরিক স্মিডট, সিটিগ্রুপ সিইও জেন ফ্রেজার, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠাতা রে ডালিও, স্ন্যাপ ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা ইভান স্পিগেল প্রমুখ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ করবেন।

এই বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, শ্রমবাজার ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন