বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৯:১৩, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২৬, ২২ অক্টোবর ২০২৫

বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. এ. মতিন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ ইকরামুল হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া।

বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করা হয়। বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ নিয়েও দীর্ঘ আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকালে কমিশনের অভ্যন্তরীণ বৈঠক শেষে দুপুর ২টায় আবারও বিশেষজ্ঞদের সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসা হবে।

কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

এ সময় জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি