নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ আহরণ করছে ভারতীয় জেলেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০১, ২২ অক্টোবর ২০২৫

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার অভিযোগ করেছেন যে, ইলিশ ধরার সরকারি নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ইলিশ আহরণ করছে। তিনি একে ‘অন্যায় ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন এবং এর তীব্র প্রতিবাদ জানান।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘নদী বা সাগরে নিষেধাজ্ঞার সময় আমাদের জেলেরা গেলে তাদের পুলিশ কিংবা কোস্টগার্ড আটক করে। কিন্তু তখনই ফাঁকা সাগরে ভারতীয় জেলেরা ঢুকে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে কোস্টগার্ডকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে, যাতে কেউ চুরি করে মাছ ধরতে না পারে।’
এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, দেশের পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি সতর্ক করে বলেন, ‘পশু খাদ্যের দাম কমানো না গেলে ডিম ও মাংসের দামও কমানো সম্ভব নয়। এতে খামারিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না।’
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান।
প্রসঙ্গত, ইলিশের প্রজননকালীন সুরক্ষা নিশ্চিত করতে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি ও মজুতে নিষেধাজ্ঞা জারি করেছে। পদ্মা-মেঘনার প্রায় ৭০ কিলোমিটার জলসীমা ইতিমধ্যে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।