বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ
সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৩, ২২ অক্টোবর ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ছবি: সংগৃহীত
সাম্প্রতিক এক যৌথ গবেষণায় দেখা গেছে— জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো সংবাদসংক্রান্ত প্রশ্নে প্রায় অর্ধেক ক্ষেত্রেই ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেয়। গবেষণাটি পরিচালনা করেছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) ও বিবিসি।
গবেষণায় ১৮টি দেশের ২২টি শীর্ষস্থানীয় গণমাধ্যম মে থেকে জুনের মধ্যে চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কপিলট ও পারপ্লেক্সিটিকে একই ধরনের সংবাদভিত্তিক প্রশ্ন করে তাদের উত্তরের নির্ভুলতা বিশ্লেষণ করে।
ফলাফলে দেখা যায়— মোট ৪৫ শতাংশ উত্তরে অন্তত একটি গুরুতর ত্রুটি ছিল। এর মধ্যে সর্বাধিক ভুল ছিল তথ্যসূত্র উল্লেখে, যা ৩১ শতাংশ ক্ষেত্রে পাওয়া গেছে। অনেক উত্তরে সূত্রই উল্লেখ করা হয়নি, বা যাচাইযোগ্য ছিল না। পরবর্তী প্রধান সমস্যা ছিল তথ্যের যথার্থতা নির্ধারণে (২০ শতাংশ), আর ১৪ শতাংশ ক্ষেত্রে প্রসঙ্গের ঘাটতি লক্ষ্য করা গেছে।
গবেষণায় আরও উঠে এসেছে, গুগল জেমিনি সবচেয়ে বেশি ত্রুটিপূর্ণ উত্তর দিয়েছে— এর ৭৬ শতাংশ উত্তরে গুরুত্বপূর্ণ ভুল পাওয়া গেছে।
সব মডেলেই কোনো না কোনো মৌলিক তথ্যগত ভুল পাওয়া যায়। উদাহরণস্বরূপ, পারপ্লেক্সিটি ভুলভাবে দাবি করেছে যে স্লোভাকিয়ায় সারোগেসি (গর্ভ ভাড়া) অবৈধ, আবার চ্যাটজিপিটি জানিয়েছে পোপ ফ্রান্সিস এখনো জীবিত আছেন— যদিও বাস্তবে তিনি কয়েক মাস আগে মারা গেছেন।
গবেষণার ভূমিকায় ইবিইউ’র উপমহাসচিব জ ফিলিপ দে টেন্ডার ও বিবিসির এআই প্রধান পিট আর্চার বলেন, “প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখনো এই সমস্যাকে যথাযথ অগ্রাধিকার দিচ্ছে না। অথচ এখনই এর সমাধানে উদ্যোগ নেওয়া জরুরি।”