বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত প্রতিনিধি দল যমুনায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১২, ২২ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত প্রতিনিধি দল যমুনায়

যমুনায় জাতায়াতে ইসলামীর বৈঠক

জাতীয় রাজনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ এক মুহূর্তে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে জামায়াত নেতারা যমুনায় পৌঁছান। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদলে আরও আছেন— সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এবং রফিকুল ইসলাম খান।

সূত্র জানিয়েছে, বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের রূপরেখা ও আসন্ন জাতীয় নির্বাচনের কাঠামো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার বিষয়ে জামায়াত তাদের অবস্থান পরিষ্কার করতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

এর আগে বিকাল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।

প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গতকাল (২১ অক্টোবর) বিএনপি নেতারা যমুনায় সাক্ষাৎ করেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বিশ্লেষকরা মনে করছেন, একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার এই সংলাপ আসন্ন নির্বাচনের নীতিগত কাঠামো ও জাতীয় ঐকমত্যের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করলো সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি