বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

শাপলা ছাড়া নির্বাচন করবে না এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০০, ২২ অক্টোবর ২০২৫

শাপলা ছাড়া নির্বাচন করবে না এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন, দলটি তাদের পরিচিত প্রতীক ‘শাপলা’ ছাড়া কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না।
বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রতীক না থাকলে আমরা কী নিয়ে নির্বাচন করবো? ‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই ওঠে না।”

নাহিদ ইসলাম জানান, গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ একটি গাঠনিক কাঠামো পাবে, যার অধীনে নতুন সংবিধান প্রণয়ন করা হবে।

তিনি বলেন,“এই পুরো প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন যে সুপারিশ দেবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সেই সিদ্ধান্তের পরেই আমরা জুলাই সদনে সই করার বিষয়টি বিবেচনা করবো।”

তিনি সরকারকে আহ্বান জানান যেন জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের পথে যৌক্তিকভাবে এগিয়ে যায়।
এনসিপি আহ্বায়ক বলেন, বর্তমান নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না।

তিনি বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কাজ করার কথা, সেভাবে করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাত, অন্য দলের প্রতি বিমাতাসুলভ আচরণ পরিলক্ষিত হচ্ছে।”

তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো যদি নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম দেখা যায়, তার দায়ভার সরকারকেই নিতে হবে। তাই এখনই কমিশন পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম প্রশাসনে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতমূলক পদায়নের বিষয়েও উদ্বেগ জানান। তিনি বলেন, “বড় রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে এসপি-ডিসির তালিকা দিচ্ছেন, উপদেষ্টা পরিষদ থেকে সহায়তা নিচ্ছেন—এভাবে চললে সরকার প্রশ্নবিদ্ধ হবে।”

তিনি অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনের দাবি জানিয়ে বলেন, এসব বিষয়ে প্রধান উপদেষ্টা যেন সরাসরি নজরদারি করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করলো সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি