দেশের উন্নয়নে বিএনপির ভূমিকা বেশি
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২২:০০, ২২ অক্টোবর ২০২৫

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। ছবি : উখিয়া-টেকনাফ প্রতিনিধি
বিএনপি সরকারই দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর আদর্শেই বিএনপি গঠিত হয়েছে, যা এখনও মানুষের হৃদয়ে অম্লান।”
সভায় তিনি শাহপরীর দ্বীপকে আলাদা ইউনিয়ন ঘোষণা ও সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
খালেদা জিয়ার নেতৃত্বে নারী শিক্ষায় বিএনপির অবদান তুলে ধরে শাহজাহান বলেন, “মেয়েদের জন্য অষ্টম শ্রেণি থেকে ইন্টার পর্যন্ত বিনা খরচে লেখাপড়ার সুযোগ বিএনপি সরকারই দিয়েছে।”
তিনি আসন্ন নির্বাচনে জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে নিজস্ব ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ইসমাইল। উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।