বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

১৮ মামলার আসামি মাদক কারবারি রাকিব গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৭:১২, ২২ অক্টোবর ২০২৫

১৮ মামলার আসামি মাদক কারবারি রাকিব গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে আলোচিত মাদক কারবারি রাকিবকে গ্রেপ্তার  করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, পুলিশ মারধর, ডাকাতি ও মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৩টি মামলাই মাদকসংক্রান্ত।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিনের মসজিদ এলাকার মৌলভী সাহেবের বাড়িতে নিজ ঘর থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সজীব হোসেন বলেন, ‘রাকিব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে, যার মধ্যে ১৩টি মাদক আইনে।’

থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ‘রাকিব একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব দীর্ঘদিন ধরে রায়পুর পৌরসভার বিভিন্ন এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধে সক্রিয় ছিল।

তাকে ধরতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থাও একাধিকবার অভিযান চালিয়েছিল, কিন্তু সে প্রতিবারই পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ বলছে, রাকিবের গ্রেপ্তার ফলে স্থানীয় এলাকায় মাদক কারবার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি