বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ১৫:২৭, ২২ অক্টোবর ২০২৫

ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পাকুন্দিয়া থানার চরমান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে এবং ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই সময় এএসআই বিল্লাল হোসেন, কনস্টেবল নাজমুল, আনিসুর রহমান ও শাহ আহসান হাবিব মিলে জরুরি ডিউটিতে ছিলেন। তারা সড়কের পাশে দাঁড়িয়ে একটি ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের পুলিশ পিকআপ ভ্যানের ডান পাশে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় কনস্টেবল নাজমুল গুরুতরভাবে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, `জরুরি ডিউটির সময় বেপরোয়া একটি ট্রাক পুলিশ পিকআপে ধাক্কা দেয়। এতে কনস্টেবল নাজমুল ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।‘

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি