বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫১, ২২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ছবি: সংগৃহীত
মঙ্গলবার দিনগত মধ্যরাতে এক সহপাঠীকে ‘যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের’ অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও আনেন।
এসব অভিযোগে রাতেই উত্তাল হয়ে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শিক্ষার্থীদের দাবির মুখে রাতেই ওই ছাত্রকে সাময়িকভাবে বহিস্কার করে বুয়েট কর্তৃপক্ষ।
আজ বুধবার (২২ অক্টোবর) সাইবার সুরক্ষা আইনে চকবাজার থানায় দায়ের হওয়া একটি মামলায় সেই অভিযুক্ত শিক্ষার্থী বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে সহপাঠীকে ‘যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের’ অভিযোগে।
সকালে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা চকবাজার থানায় মামলা করলে সে মামলায় শ্রীশান্তকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলছেন, “শ্রীশান্তর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন বুয়েটের একজন নিরাপত্তা কর্মকর্তা। মামলায় তার বিরুদ্ধে সাইবার স্পেসে নারীদের নিয়ে কটুক্তি করার অভিযোগ আনা হয়েছে। তারা মামলার সঙ্গে এমন কিছু স্ক্রিনশট যুক্ত করেছেন যাতে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টও আঘাতপ্রাপ্ত হয়।”
তার বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছিল। মামলায় এরকম কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে উপকমিশনার বলেন, “এখানে ধর্ষণের কিছু নেই। তার বিরুদ্ধে মূল অভিযোগ সাইবার স্পেসে নারীদের নিয়ে বাজে মন্তব্য করা ও ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত।”
তালেবুর রহমান বলেন, শ্রীশান্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে রিমান্ড চাওয়া হতে পারে।