শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

মামদানিকে ঠেকাতে এআই-তৈরি বর্ণবাদী বিজ্ঞাপন, বিতর্কে কুমো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১৯, ২৪ অক্টোবর ২০২৫

মামদানিকে ঠেকাতে এআই-তৈরি বর্ণবাদী বিজ্ঞাপন, বিতর্কে কুমো

নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী অ্যান্ড্রু কুমো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি এক বর্ণবাদী ও মানহানিকর বিজ্ঞাপন প্রচার করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন। ভিডিওটিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানিকে ‘অপরাধীদের সমর্থক’ হিসেবে উপস্থাপন করা হয়—যা প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বিজ্ঞাপনটি কুমোর এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় দ্বিতীয় মেয়র বিতর্ক শেষ হওয়ার মাত্র ২০ মিনিট পরই। দুই মিনিটের ওই ভিডিওতে মামদানির এআই-তৈরি প্রতিরূপকে নিউইয়র্কের রাস্তায় দৌড়াতে এবং পরে হাত দিয়ে ভাত খেতে দেখা যায়। পরবর্তীতে দৃশ্যে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে দোকান থেকে চুরি করতে, এক নারী নির্যাতনকারী ও এক মাদক ব্যবসায়ীকে দেখানো হয়—যাদের সবাইকে ‘মামদানির সমর্থক’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সমালোচনার ঝড় উঠতেই কুমো পোস্টটি মুছে ফেলেন। তবে ভিডিওটি ইতিমধ্যে বহুবার শেয়ার ও ডাউনলোড হওয়ায় তা বন্ধ করা সম্ভব হয়নি। নাগরিক সমাজের অনেকেই এটিকে “বর্ণবাদী প্রচারণার নিকৃষ্ট উদাহরণ” হিসেবে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত নিউইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থীদের চূড়ান্ত টেলিভিশন বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি, স্বতন্ত্র কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়া উত্তপ্ত বাক্যযুদ্ধে লিপ্ত হন। বর্তমান মেয়র এরিক অ্যাডামস ইতিমধ্যে ভোটের দৌড় থেকে সরে দাঁড়ানোয় প্রতিযোগিতা মূলত এই তিনজনের মধ্যেই সীমিত।

৪ নভেম্বরের নির্বাচনের আগেই পরিচালিত বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, জোহরান মামদানি বর্তমানে শীর্ষে রয়েছেন। প্রবাসী ও তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে তাকে ঠেকাতে নানা মহল সক্রিয় হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কুমোকে সমর্থন জানিয়ে মামদানির সমালোচনায় নামেন। ফলে নিউইয়র্কের স্থানীয় নির্বাচন এখন জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্ণবাদী এআই প্রচারণা শুধু কুমোর ভাবমূর্তি নষ্ট করেনি, বরং মামদানির প্রতি সহানুভূতি ও জনসমর্থন আরও বৃদ্ধি করেছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন