সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি ড. সালেহ বিন ফাওজান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:০৭, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৩০, ২৩ অক্টোবর ২০২৫

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি ড. সালেহ বিন ফাওজান। ছবি : সংগৃহীত
সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ ড. সালেহ বিন ফাওজান বিন আব্দুল্লাহ আল-ফাওজান।
বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, তাকে রাজকীয় ফরমানের মাধ্যমে গ্র্যান্ড মুফতি, সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং ফতোয়া ও গবেষণাবিষয়ক সাধারণ সভাপতির দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। তার পদমর্যাদা মন্ত্রীর সমান।
এই নিয়োগটি দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ।
আদেশে বলা হয়, শেখ ফাওজানকে সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং ইফতা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও তিনি কাজ করেবন। গত ২৩ সেপ্টেম্বর প্রয়াত হন গ্র্যান্ড মুফতি শায়খ আবদুলআজিজ আল-শেখ।