তিউনিসিয়ায় নৌকাডুবি, ৪০ অভিবাসীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৪৪, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৯:৪১, ২৩ অক্টোবর ২০২৫

তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪০ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নবজাতকও রয়েছে।
স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে, খবর এপি নিউজের।
তিউনিসিয়ার কেন্দ্রীয় উপকূলীয় শহর আল-মাহদিয়ার কাছে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলে পৌঁছে তিউনিসীয় নৌবাহিনীর সদস্যরা প্রায় ৩০ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছেন।
আল-মাহদিয়া আদালতের মুখপাত্র ওয়ালিদ ছারবি বলেন, ডুবে যাওয়া নৌকাটিতে আফ্রিকার সাহারা-দক্ষিণাঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। তবে ঠিক কোন দেশের কতজন ছিলেন, সে তথ্য এখনও নিশ্চিত নয়। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তিউনিসিয়ার প্রধান অভিবাসন রুটগুলোর একটি আল-মাহদিয়া উপকূল। এখান থেকে প্রতি বছর আফ্রিকা ও এশিয়ার বহু মানুষ ইউরোপগামী নৌযাত্রায় পাড়ি জমায়। জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর এ প্রচেষ্টা অনেক সময়ই প্রাণঘাতী হয়ে ওঠে।
সাম্প্রতিক সময়ে দেশটির নিরাপত্তা বাহিনী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা রোধে অভিযান জোরদার করেছে। তবু প্রায়ই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।