হোয়াইট হাউসে দীপাবলি উদ্যাপনে ট্রাম্পের দাবি
‘মোদীর সঙ্গে কথা হয়েছে, আলোচনায় এসেছে বাণিজ্য ও রাশিয়া প্রসঙ্গ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১১, ২২ অক্টোবর ২০২৫

হোয়াইট হাউসের দীপাবলি উৎসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসের দীপাবলি উৎসবের রঙে এবারও ছাপ ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার উৎসবের মধ্যেই তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। ট্রাম্পের দাবি, “আজই মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বহু বছরের ভালো বন্ধু, এক মহান ব্যক্তি।”
মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে।” যদিও সেই বাণিজ্য ইস্যু নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে পরে ট্রাম্প ইঙ্গিত দেন, আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ভারতের জ্বালানি আমদানি প্রসঙ্গও এসেছে। তাঁর দাবি, “মোদী জানিয়েছেন, ভারত রাশিয়া থেকে অতিরিক্ত তেল কিনবে না। তিনিও আমার মতো যুদ্ধের দ্রুত অবসান দেখতে চান।”
হোয়াইট হাউসে দীপাবলি ও শুভেচ্ছা বার্তা
দীপাবলির দিন আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে উৎসব পালন করেন ট্রাম্প। অনুষ্ঠানে তিনি ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান এবং বলেন, “ভারত ও আমেরিকার সম্পর্ক আজ আগের চেয়ে আরও দৃঢ়। এই বন্ধন দুই দেশের গণতান্ত্রিক ঐক্যের প্রতীক।”
মোদীর প্রতিক্রিয়া
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে জানান, “আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে। দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমরা দুই দেশ মিলে সবধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”