টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৪৪, ২৩ অক্টোবর ২০২৫

পাকিস্তানের তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম। ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন দেশটির তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি।
বাবর আজম পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। এখন পর্যন্ত প্রায় ৪০ গড়ে ৪২২৩ রান, যার মধ্যে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি রয়েছে। তবে তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা কম হয়নি, যা একসময় তাকে দল থেকে বাদ পড়ার কারণও হয়েছিল।
গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর আর টি-টোয়েন্টি দলে দেখা যায়নি বাবরকে। কিন্তু এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর থেকেই তার প্রত্যাবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো।
বাবরের সঙ্গে দলে ফিরেছেন তরুণ পেসার নাসিম শাহও।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হ্যারিস রউফ, হাসিবুল্লাহ, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলি আগা।
সিরিজ সূচি
টি-টোয়েন্টি সিরিজ: ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর (রাওয়ালপিন্ডি ও লাহোর)
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ: ৪–৮ নভেম্বর (ফয়সালাবাদ)
শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ: ১১–১৫ নভেম্বর (রাওয়ালপিন্ডি)
ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট: ১৭–২৯ নভেম্বর (পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে অংশগ্রহণ করবে)