বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

আফগানিস্তান নিয়ে আফ্রিদির বক্তব্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:১২, ২৩ অক্টোবর ২০২৫

আফগানিস্তান নিয়ে আফ্রিদির বক্তব্য

পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত তিন আফগান ক্রিকেটার। ঘটনাটি ঘিরে ক্রীড়া ও কূটনৈতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। আফগান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে চলমান ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে। বিশ্বজুড়ে সমালোচনার মুখে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

এরমধ্যেই ২০ অক্টোবর স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, “আমি ভাবতেই পারিনি ঘটনা এত দূর গড়াবে। গত ৫০–৬০ বছর ধরে আমরা আফগানদের দেখভাল করছি। আমি নিজে করাচিতে প্রায় ৩৫০টি আফগান পরিবারের দায়িত্ব নিয়েছি। দুটি প্রতিবেশী দেশের মধ্যে সমঝোতা থাকা উচিত—বিশেষ করে যখন দু’টিই মুসলিম রাষ্ট্র।”

তিনি আরও জানান, দুই দেশের সম্পর্কের বিষয়ে বাইরের শক্তি যেন হস্তক্ষেপ না করে। আফ্রিদির ভাষায়, “খারাপ লাগে যখন দেখি, আলোচনার টেবিলে বসার বদলে আপনারা তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন যারা পাকিস্তানের ভেতরে সন্ত্রাস চালাচ্ছে। আমরা সবসময় আফগানদের পাশে থেকেছি, আশ্রয় দিয়েছি, রোজগারের সুযোগ করে দিয়েছি। এখন সেই সম্পর্ক ভুলে গেছেন আপনারা।”

সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তাদের হাত মেলানোর ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানবিরোধী অবস্থানে ভারত-আফগান একজোট হওয়ার বার্তা ওই বৈঠকেই স্পষ্ট হয়। তার পরপরই আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

উল্লেখ্য, একই আফ্রিদি ২০২৩ সালে পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুর-এর সমালোচনাও করেছিলেন। এবারও তিনি পাকিস্তানের সামরিক পদক্ষেপের সাফাই দিতে গিয়ে ‘ভ্রাতৃত্ব’ ও ‘মুসলিম ঐক্য’-এর যুক্তি তুলে ধরেছেন, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে ক্রীড়া ও কূটনৈতিক অঙ্গনে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন