শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের ইতিহাস, কাবাডিতে দ্বিতীয় ব্রোঞ্জ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮:৪৯, ২৩ অক্টোবর ২০২৫

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের ইতিহাস, কাবাডিতে দ্বিতীয় ব্রোঞ্জ

তৃতীয় এশিয়ান যুব গেমসে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশের তরুণ কাবাডি খেলোয়াড়রা। অনূর্ধ্ব–১৮ বালক কাবাডি দল বাহরাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে দেশের জন্য নতুন গৌরবের অধ্যায় রচনা করেছে।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব–১৮ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম ব্রোঞ্জ পদক জিতেছিল। ফলে এবারের আসরে কাবাডিতে দুটি ব্রোঞ্জ পদক এখন বাংলাদেশের ঝুলিতে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক বাহরাইনকে ১০৬–১৭ পয়েন্টে হারায় বাংলাদেশ বালক দল। এই বিশাল ব্যবধানের জয়ে লাল–সবুজরা ৭ দলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে।
টুর্নামেন্টের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর টানা জয় আসে শ্রীলঙ্কার বিপক্ষেও।
তবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনাল দৌড় থেকে ছিটকে যায় তারা। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে পরাজিত করলেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি।
এর আগে এশিয়ান যুব গেমসের দুটি আসরেই কোনো পদক পায়নি বাংলাদেশ। কিন্তু এবার কাবাডি দল দু’টি ব্রোঞ্জ পদক এনে জাতীয় ক্রীড়া ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করলো।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্মকর্তারা জানিয়েছেন, তরুণদের এই পারফরম্যান্স আগামী দিনের কাবাডি ও অন্যান্য স্থানীয় খেলাধুলায় আত্মবিশ্বাস ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

আরও পড়ুন