বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

১৮ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৬:৪৩, ২৩ অক্টোবর ২০২৫

১৮ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে করাচিতে শেষবার জয় এসেছিল প্রোটিয়াদের; এবার সেই অপেক্ষার অবসান ঘটল রাওয়ালপিন্ডিতে।

প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩.৪ ওভারে করে ৩৩৩ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা তোলে ৪০৪, ফলে ৭১ রানের লিড নেয় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে প্রোটিয়া অফ-স্পিনার সাইমন হার্মারের তোপে। তিনি একাই শিকার করেন ৬ উইকেট। শুরুতেই ফেরান ইমাম-উল-হক (৯) ও অধিনায়ক শান মাসুদকে। এরপর রাবাদার বলে আউট হন আবদুল্লাহ শফিক (৬)।

বাবর আজম (৫০) ও রিজওয়ান (১৮) কিছুটা লড়লেও চতুর্থ দিনের প্রথম ওভারেই বাবর ফেরেন সাজঘরে। বাকিরা দাঁড়াতেই পারেননি—শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট হয় মাত্র ১০৫ রানে।

মাত্র ৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইডেন মারক্রাম (৪২*) ও রায়ান রিকেলটন (২৫*) দ্রুত রান তুলে ১২.৩ ওভারে জয় নিশ্চিত করেন। দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

এশিয়ার মাটিতে এটি দক্ষিণ আফ্রিকার ১১ টেস্টে তৃতীয় জয়। হেরেছে চারটিতে, ড্র হয়েছে বাকি চার ম্যাচে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন