৬ লাখ মানবকর্মীর বদলে রোবট প্রতিস্থাপন চায় অ্যামাজন!
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২২:১২, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪৫, ২৩ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
ভবিষ্যতে রোবটের ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা করছে রিটেইল জায়ান্ট অ্যামাজন। পাঁচ লাখেরও বেশি মানবকর্মীর কাজ প্রতিষ্ঠানটি রোবট দিয়ে প্রতিস্থাপন করতে চায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
অ্যামাজনের অভ্যন্তরীণ নথির উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, তাদের রোবোটিক্স টিমের লক্ষ্য হলো প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ কার্যক্রমকে স্বয়ংক্রিয় করা—এমন গুদাম তৈরি করা যেখানে যত কম সম্ভব মানুষ কাজ করবে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির ঊর্ধ্বতনরা মনে করছেন, ২০২৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ৬০ হাজার কর্মী নিয়োগ এড়ানো যাবে। এতে প্রতিটি পণ্য বাছাই, প্যাকেজিং ও ডেলিভারিতে কোম্পানির প্রায় ৩০ সেন্ট বা প্রায় ২৬ টাকা সাশ্রয় হবে। এছাড়া ২০৩৩ সালের মধ্যে বিক্রির পরিমাণ দ্বিগুণ হলেও রোবট ব্যবহারের ফলে ৬ লাখ নতুন নিয়োগ এড়ানো সম্ভব হবে। বর্তমানে অ্যামাজনের কর্মী সংখ্যা প্রায় ১২ লাখ।
এই পরিবর্তন ও সম্ভাব্য সামাজিক প্রতিক্রিয়ার জন্য কোম্পানি আগেই কৌশল তৈরি করেছে বলেও জানিয়েছে নিউইর্য়ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, নথিতে উল্লেখ আছে—“অটোমেশন” বা “কৃত্রিম বুদ্ধিমত্তা” শব্দগুলো এড়িয়ে “অ্যাডভান্সড টেকনোলজি” (উন্নত প্রযুক্তি) শব্দ ব্যবহার করা হবে। একইভাবে “রোবট” শব্দের বদলে “কোবট” (মানুষ ও রোবটের যৌথ সহযোগিতা) শব্দটি ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া অ্যামাজন “ভালো করপোরেট নাগরিক” হিসেবে ভাবমূর্তি গড়ে তুলতে স্থানীয় কমিউনিটি ইভেন্টে অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনাও করছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যানটেল বলেন, প্রকাশিত নথিগুলো কোম্পানির একটি নির্দিষ্ট বিভাগের মতামত মাত্র। তিনি আরও জানান, কোম্পানি আসন্ন ছুটির মৌসুমে ২ লাখ ৫০ হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। তবে এ নিয়োগগুলো স্থায়ী নাকি অস্থায়ী—তা স্পষ্ট করেননি।
অ্যামাজনের রোবট ব্যবহারের যাত্রা শুরু হয় ২০১২ সালে, যখন তারা ৭৭৫ মিলিয়ন বা ৭৭ কোটি ৫০ লাখ ডলারে রোবোটিক্স নির্মাতা কিভা কোম্পানিটি কিনে নেয়। গত বছর অ্যামাজন উদ্বোধন করে তাদের সবচেয়ে উন্নত গুদাম—যেখানে প্রায় এক হাজার রোবট কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই প্যাকেজ প্রক্রিয়াকরণ করতে পারে।