শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

১৫ ডিসেম্বর বন্ধ হচ্ছে মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২২:৩৩, ১৭ অক্টোবর ২০২৫

১৫ ডিসেম্বর বন্ধ হচ্ছে মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ

বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার এবার বন্ধ করতে যাচ্ছে এর ডেস্কটপ অ্যাপ সংস্করণ। মেটা ঘোষণা করেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে উইন্ডোজ ও ম্যাক উভয় প্ল্যাটফর্মেই ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে।

এরপর থেকে ব্যবহারকারীরা শুধুমাত্র ফেসবুক ডটকম (Facebook.com) অথবা ম্যাসেঞ্জার ডটকম( Messenger.com) ওয়েবসাইটের মাধ্যমে কম্পিউটারে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন।

৬০ দিনের নোটিশ পিরিয়ড
প্রযুক্তি সাইট সিএসইটি–এর প্রতিবেদনে বলা হয়, মেটা খুব শিগগিরই ব্যবহারকারীদের ইন-অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে এই পরিবর্তনের খবর জানাবে। বন্ধ হওয়ার আগে ৬০ দিন সময় দেওয়া হবে, যাতে ব্যবহারকারীরা নিজেদের চ্যাট হিস্টোরি ও ডেটা সেভ করে নিতে পারেন।

১৫ ডিসেম্বরের পর ডেস্কটপ সংস্করণে ব্লকা ফ্রম ইউজিং দ্য ম্যাক ম্যাসেঞ্জার (“blocked from using the Mac Messenger app)” বার্তা দেখাবে বলে জানিয়েছে মেটা।

ব্যবহারকারীদের মেসেজ ও তথ্য সুরক্ষিত রাখতে মেটা পরামর্শ দিয়েছে,ম্যাসেঞ্জার সেকিউর স্টোরেজ ( Messenger Secure Storage) ফিচারটি চালু করার জন্য।

যারা এখনও ফিচারটি সক্রিয় করেননি, তাদের ডেস্কটপ থেকেই এটি চালু করে একটি পিন (PIN) সেট করতে হবে, যাতে চ্যাট ইতিহাস সংরক্ষিত থাকে এবং পরবর্তী সময়ে ওয়েব সংস্করণে সহজে ট্রান্সফার করা যায়।

যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করেন, তাদের ম্যাসেঞ্জার ডটকম (Messenger.com)এ রিডাইরেক্ট করা হবে। সেখানে পূর্বের মতোই লগইন করে মেসেজ পাঠানো সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে মেটা ফেসবুক থেকে মেসেঞ্জারকে আলাদা করে দেয়। পরবর্তীতে ইনস্টাগ্রাম ডাইরেক্ট–এর সঙ্গে মেসেঞ্জারকে একীভূত করার পরিকল্পনা থাকলেও ২০২৩ সালে সেই প্রকল্প বন্ধ হয়ে যায়।

সম্প্রতি মেটা বিশ্বজুড়ে চালু করেছে টিন একাউন্টস (Teen Accounts) নামের নিরাপত্তা ফিচার, যা কিশোর ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও বয়স-উপযোগী অভিজ্ঞতা নিশ্চিত করছে। এতে কন্টেন্ট ফিল্টার, স্ক্রিন টাইম সীমাবদ্ধতা এবং সীমিত যোগাযোগের মতো সুরক্ষা ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন