‘মান্নাতের’ সংস্কার চলছে, দিওয়ালি পার্টিও বাতিল শাহরুখের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০০:৪২, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:১১, ১৮ অক্টোবর ২০২৫

‘বলিউড বাদশা’ শাহরুখ খান—যার ‘মান্নাত’ একসময় মুম্বাইয়ের সেলিব্রেটি মানচিত্রে উৎসবের কেন্দ্রস্থল ছিল—এবার সেটি সাময়িকভাবে ছেড়েছেন। মহামারী ও ছেলে আরিয়ান খানের মাদক মামলার পর থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ সীমিত রেখেছিলেন এই ‘কিং খান’। আর এবার জানা গেল, পরিবারের সবাইকে নিয়ে তিনি ‘মান্নাত’ থেকে উঠে গেছেন ‘পালি হিলের’ এক বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘মান্নাত’-এর সংস্কারের কাজ চলছে জোরেশোরে। এই সময় শাহরুখ ও গৌরী খান পরিবারসহ ‘পালি হিলে’ যে নতুন ঠিকানায় উঠেছেন, সেটি মাসিক ২৪ লাখ রুপিতে ভাড়া নেওয়া হয়েছে। নতুন এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের আয়তন প্রায় ১০ হাজার ৫০০ বর্গফুট, যেখানে ‘মান্নাতের’ আয়তন ছিল প্রায় ২৭ হাজার বর্গফুট।
শাহরুখ খানের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানি নিশ্চিত করেছেন যে, এ বছরও দিওয়ালি পার্টির আয়োজন করা হচ্ছে না। শুধু শাহরুখই নন—এই বছর বলিউডে বেশ কয়েকজন তারকাও দিওয়ালি উদযাপন থেকে বিরত রয়েছেন।
আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ খুরানার পার্টি বাতিলের কারণ, আয়ুষ্মানের নতুন ছবি ‘থাম্মা’-এর মুক্তিকে ঘিরে ব্যস্ততা। অন্যদিকে, একতা কাপুরও জানিয়েছেন, তিনি এবার কোনো পার্টির আয়োজন করবেন না, যদিও কারণটি প্রকাশ করেননি।
অন্যদিকে, শাহরুখের সামনে এখন নতুন অধ্যায়। তিনি ও তার মেয়ে সুহানা খান একসঙ্গে প্রথমবার বড়পর্দায় হাজির হবেন ‘কিং’ সিনেমায়। ছবিটি প্রথমে সুজয় ঘোষ পরিচালনা করার কথা থাকলেও বর্তমানে দায়িত্ব নিয়েছেন সিদ্ধার্থ আনন্দ।
‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডাঙ্কি’—এই তিনটি সুপারহিট সিনেমার পর শাহরুখের ভক্তরা এখন ‘কিং’ নিয়েই অপেক্ষায় আছেন। তবে এই অপেক্ষার মাঝেই বাদশার ঘরবদলের খবরে আবারও সরগরম বলিউড।