পাঁচ বছর পর পাসপোর্ট ফিরে পেলেন রিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:১৫, ১৭ অক্টোবর ২০২৫

প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর জীবনে নেমে এসেছিল ভয়াবহ ঝড়। মাদক মামলায় তাকে কারাবাসও ভোগ করতে হয়। যদিও পরে সব অভিযোগ থেকে মুক্তি পান, কিন্তু তার পাসপোর্ট জব্দ করেছিল ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই পাসপোর্ট ফিরে পেয়েছেন রিয়া চক্রবর্তী।
সম্প্রতি মুম্বাই হাইকোর্টের নির্দেশে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। এরপরই ইনস্টাগ্রামে পাসপোর্ট হাতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন—‘পাঁচ বছরের জন্য ধৈর্যই ছিল আমার একমাত্র পাসপোর্ট। অসংখ্য লড়াই, অগণিত আশাহীন দিন পেরিয়ে আজ আমি আমার সত্যিকারের পাসপোর্ট হাতে পেয়েছি। আমি প্রস্তুত জীবনের নতুন অধ্যায়ের জন্য।’
রিয়ার এই পোস্টে ভক্তরা ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘অভিনন্দন রিয়া, আপনি অপ্রতিরোধ্য।’ আরেকজন লিখেছেন, ‘এই পাসপোর্ট শুধু একটি দলিল নয়, এটি আপনার বেঁচে থাকার সংগ্রামের প্রতীক।’
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রিয়া বলেন—‘মানুষ বলেছিল, সুশান্ত আমার কারণে চলে গেছে। কিন্তু আমি জানতাম, আমি কিছুই করিনি। অভিযোগমুক্ত হলেও আমি খুশি হতে পারিনি, কারণ আমার মা-বাবা ভীষণ কষ্ট পেয়েছেন।’ রিয়া বলেন, ‘এই পুরো ঘটনা আমাদের পরিবারকে ভিতর থেকে বদলে দিয়েছে।’
রিয়া চক্রবর্তী ২৮ দিন ছিলেন কারাগারে। সে অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘জেলে গেলে মানুষ বদলে যায়। খাবার, স্বাধীনতা—সবকিছুর মূল্য বুঝতে শেখে। জেলের ভেতরের মানুষ অনেক সময় বাইরের মানুষদের চেয়ে বেশি মানবিক।’
জেলজীবনের দিনগুলো তিনি একটি ডায়রিতে লিখে রাখতেন। প্রথম লাইনটি ছিল—‘জেলের ভেতরের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো।’
রিয়া জানান, বন্দী নারীদের বেশির ভাগই নির্দোষ অথচ অসহায়। তাই মুক্তির দিন তাদের অনুরোধে তিনি নেচেছিলেন ‘নাগিন নাচ’, যেন অন্তত কিছুটা আনন্দ দিতে পারেন সহবন্দীদের।
পাঁচ বছরের আইনি ঝড় পেরিয়ে রিয়া এখন নিজেকে নতুন করে গড়ার পথে। রিয়া বলেন, ‘এই পাসপোর্ট আমার জীবনের পুনর্জন্মের প্রতীক।’ বলিউডে নতুন কাজ ও ওয়েব সিরিজে ফেরার পরিকল্পনাও করছেন তিনি।