শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

তিন সন্তানের জন্য মা খুঁজছেন হিরো আলম!

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩:১৩, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:০৯, ১৮ অক্টোবর ২০২৫

তিন সন্তানের জন্য মা খুঁজছেন হিরো আলম!

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও শিরোনামে। তবে এবার কোনও নতুন গানের ভিডিও বা সিনেমার কারণে নয়—ব্যক্তিগত জীবনের খবরে। হিরো আলম জানিয়েছেন, তিনি আর বিয়ে করতে চান না; বরং নিজের তিন সন্তানের জন্য একজন মা খুঁজছেন।

এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা দরকার। আমি একা ওদের মানুষ করতে পারব না।’

তিনি জানান, আগের দুটি বিবাহ টেকেনি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘আগে দুইটা বিয়ে করেছি। তারা মুখে বলেছিল আমার সন্তানের মা হবে, কিন্তু অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। তারা মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে, বিক্রি করেছে আমার ভালোবাসা।’

এমন অভিজ্ঞতার পর হিরো আলম জানিয়েছেন, এখন তার মূল মনোযোগ সন্তানদের দিকে এবং নিজের কাজের দিকে।

‘নতুন কাজ করতে পারছি না, একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে। তবে কিছু সিনেমার গানের কাজ শেষ করেছি, শিগগিরই মুক্তি পাবে। নতুন কয়েকটা সিনেমার কথাও চলছে।’, বলেন তিনি।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বর্তমান স্ত্রী রিয়া মনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার সঙ্গে সংসার করতে করতেই আলম মিথিলা নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান। সেই নারী পরে তাকে ধর্ষণ মামলাও দিয়েছে।’

রিয়া মনি জানান, এই পরকীয়ার জের ধরেই তিনি হিরো আলমকে তালাকনামা পাঠান। কিন্তু তালাকের কাগজ হাতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। পরে বাধ্য হয়ে রিয়া সংসার টিকিয়ে রাখার দাবি করেন। 

সমালোচনায় জর্জরিত হলেও হিরো আলমের আত্মবিশ্বাস অটুট। তিনি বলেন, ‘যত বাধাই আসুক, আমি থেমে থাকব না। নতুন কাজে ফিরব, সন্তানদের পাশে থাকব—ওরাই এখন আমার সব।’

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন